প্রবল বর্ষায় সারা রাজ্যের সঙ্গে ব্যাপক ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে শান্তির বাজার মহকুমাবাসীকে। বিগত দিনেও শান্তির বাজার মহকুমার দেবীপুর এলাকায় মাটির ধস নেমে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল রাত্রিবেলার প্রবল বর্ষায় শান্তির বাজার মহকুমার গার্ধাং পঞ্চায়েতের অধীনে অশ্বীনি ত্রিপুরা পাড়ায় দুই পরিবারের ৭ জন মারা যায়। যার মধ্যে এক পরিবারের ৫ জন সদস্য ও অপর পরিবারের ২ জন সদস্য রয়েছে। বর্তমান সময়ে প্রবল বর্ষার জলস্রোতে রেসকিউ টিম ঘটনাস্থলে উপস্থিত হতে পারেনি। তারপর মৃতদেহ উদ্ধার করতে হাত বাড়ায় স্থানীয় এলাকাবাসীরা।এখনও পর্যন্ত ৬ জনের মৃতদেহের খোঁজ পাওয়া গেছে। অপর একজনের মৃতদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় লোকজনেরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours