এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন পুলিশ
#SecurityMeasures#PoliceVigilance#HowrahKolkata#NabannaSecurity#BarricadedStreets#ProtestPrevention#TightSecurity#RoadBlockade#PoliceAction#protestcontrol#kolkatanews#WestBengalNews#rgkarmedicalcollege#justiceforRGKar#RGKarProtest#RGKarDoctorsDeath#Wewantjustice#NabannaAbhijan#asianews
এজেসি বোস রোড ও দ্বিতীয় হুগলি সেতু সংযোগকারী সমস্ত রাস্তায় ভোর থেকে মোতায়েন রয়েছে পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে স্টিলের গার্ডরেল। কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী প্রতিটি রাস্তাই পুলিশে ছয়লাপ। বেলা বাড়ার সঙ্গে দ্বিতীয় হুগলি সেতু ও অ্যাপ্রোচ রোডগুলিতে যান নিয়ন্ত্রণ শুরু হবে। সপ্তাহের দ্বিতীয় কাজের দিন হওয়ায়, বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের পরামর্শ দিয়েছে পুলিশ।
+ There are no comments
Add yours