এদিকে বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্না ঠাকুর জানালেন যে তৃণমূল কংগ্রেস জিতবে তারা পুরপুরি ভাবে আত্মবিশ্বাসী ছিল যে তাদের হারানো সহজ ব্যাপার হবে না। জয় নিশ্চিত আমাদের।এবারে সবুজ আবির বাগদায় তৃণমূল কংগ্রেস এর দল বলেরা খেলবে। শুধুমাত্র কয়েক ঘণ্টা বাকি অপেক্ষার অবসান ঘটার। তারপরে জয়ের সার্টিফিকেট হাতে
এইমাত্র খবর পাওয়া গেল বাগদা তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিপুল সংখ্যক ভোটে জয়ী হয়েছেন। তিনি সকাল থেকেই 3000 এরও বেশি ভোটে এগিয়ে ছিলেন এবং এখন তিনি জয়লাভ করলেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্না ঠাকুর জানান তিনি আগে থেকেই জানতেন যে তাদের জয় লাভ নিশ্চিত। তারাই সবুজ আবির খেলবে। কংগ্রেস প্রার্থী মধুপর্না ঠাকুর এবং তার কর্মীরা ও অপেক্ষা করছিল কখন এই ফল বেরোবে অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটলো, বিপুল সংখ্যক ভোটে মধুপর্না ঠাকুর বাগদা বিধান সভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন।