এন্টালিতে ভেঙে পড়ল পরিত্যক্ত কারখানা, মৃত ২
কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত অ্যাসিড কারখানা। কলকাতার এন্টালি থানার ঢিল ছোড়া দূরত্বে পরিত্যক্ত অ্যাসিড কারখানার ধ্বংসস্তূপ চাপা পড়ে মৃত্যু হল দুই নিরাপত্তারক্ষীর। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এন্টালি থানা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পুরসভার টিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম।
এন্টালি থানা এলাকার ২৩ নম্বর কনভেন্ট রোডের ওই কারখানাটি বহু পুরোনো। দুই নিরাপত্তারক্ষী দেখভালের দায়িত্বে থাকেন। অন্য দিনের মতো গতকাল রাতেও তাঁরাই ছিলেন। সাড়ে আটটা নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান এক নিরাপত্তারক্ষী। ছুটে গিয়ে দেখেন হুড়মুড়িয়ে ভাঙছে কারখানার একাংশ। তিনি চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নীচে। তাঁকে বাঁচাতে গিয়ে চাপা পড়েন তাঁর ভাই অর্থাৎ আরেক নিরাপত্তারক্ষী। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ উদ্ধারকারী দল ও পুরসভার টিম। পৌঁছান মেয়র ফিরহাদ হাকিম ও ৫৫ নম্বরের কাউন্সিলার। যুদ্ধকালীন তৎপরতায় দুই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর আগেও একবার ভেঙে পড়েছিল এই কারখানার একাংশ। অবিলম্বে কারখানাটিকে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।