এবার কর্মবিরতি তুলে নিন’, জুনিয়র ডাক্তারদের আবেদন অভিষেকের.

#DoctorsProtest#AbhishekBanerjee#WestBengal#asianews#asianewslive

আরজি কর-কাণ্ডে ফের একবার সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এ ঘটনার প্রতিবাদে আন্দোলন করা জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বিশেষ আবেদন জানালেন অভিষেক।

আজ বুধবার নিজের এক্স হ্যান্ডেলে এক বিশেষ পোস্ট করেন অভিষেক। আর সেই পোস্ট দেখে চমকে গিয়েছেন সকলে। তিনি লেখেন, ‘জুনিয়র ডাক্তারদের আবেদন মেনে নিয়েছে সরকার। তাই আমার মনে হয় এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত। প্রথম দিন থেকেই ডাক্তারদের উদ্বেগকে সমর্থন করছি। প্রথম দিন থেকেই, আমি সুরক্ষা এবং সুরক্ষা সম্পর্কিত
উদ্বেগগুলিতে ডাক্তারদের সমর্থন করেছি। আমি সর্বদা বলে এসেছি যে কয়েকটি বাদে তাদের বেশিরভাগ উদ্বেগ বৈধ, বিচক্ষণ এবং ন্যায়সঙ্গত।’

অভিষেক লেখেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ এবং গতকাল সুপ্রিম কোর্টের সামনে পশ্চিমবঙ্গ সরকারের জমা দেওয়া বক্তব্য অনুসারে, পশ্চিমবঙ্গ জুড়ে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়ন সহ তাদের সুরক্ষার উন্নতির জন্য বেশিরভাগ পদক্ষেপ চলছে। এই কাজ আগামী ১৪ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, স্বাস্থ্য দফতর ও কলকাতা পুলিশের কয়েকজন শীর্ষ আধিকারিককে বদলির দাবিকে সরকার সম্মান জানিয়েছে। ফলে ডাক্তারদের এবার ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি বিবেচনা করা উচিত এবং জনগণের সেবা করার জন্য বাংলার সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত। এই পরিবর্তনগুলি তাত্ক্ষণিকভাবে কার্যকর করা নিশ্চিত করার জন্য টাস্ক ফোর্সের উদ্যোগগুলি দ্রুত বাস্তবায়ন করা উচিত।’

এদিন সিবিআইকে উদ্দেশ্য করে অভিষেক লেখেন, ‘আরজি করের ঘটনায় সিবিআইকে জবাবদিহি করা এবং কোনও অপরাধীই যাতে রেহাই না পায় তা নিশ্চিত করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত শাস্তি দেওয়া উচিত। সিবিআইয়ের রেকর্ড নিজেই কথা বলে। গত ১০ বছরে তারা একটি তদন্তও শেষ করতে পারেনি। ন্যায়বিচার বিলম্বিত হওয়া মানে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়া।’

যদিও সরকার সব দাবি না মানা অবধি এই আন্দোলন চলবে বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours