এমএস ধোনির পরিবারেই বিয়ে সারবেন কৃতী শ্যানন? কে এই কবীর বাহিয়া?

#KritiSanon#KabirBahia#BollywoodGossip#CelebrityCouple#MSDhoni#BollywoodWeddings#KabirBahiaFamily#KritiKabirRumors#BollywoodNews#CricketAndBollywood#DhoniFamily#BollywoodRelationships#asianews

বলিউডে দীর্ঘদিন ধরেই গুঞ্জন। প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কৃতী শ্যানন । লন্ডনবাসী কবীর বাহিয়াকে মন দিয়েছেন তিনি। আর এই গুঞ্জন আরও জোরালো হচ্ছে কারণ শোনা যাচ্ছে শীঘ্রই নাকি তাঁরা গাঁটছড়া বাঁধতে চলেছেন। তাঁদের প্রায়ই একাধিক পার্টি ও ইভেন্টে একসঙ্গে দেখা গিয়েছে। এরই মধ্যে শোনা যাচ্ছে যে কবীর বাহিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে ধোনি পরিবারেরও।

কবীর বাহিয়া কে?

লন্ডনের এক সুপ্রতিষ্ঠিত ও ধনী পরিবারের সন্তান কবীর বাহিয়া। কবীরের বাবা কুলজিন্দর বাহিয়া একটি বিখ্যাত ট্র্যাভেল এজেন্সির মালিক, যার নাম ‘সাউথহল ট্র্যাভেল’। সূত্রের খবর, এই পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়নেরও অধিক। ২৫ বছর বয়সী কবীর তাঁর পড়াশোনাও শেষ করেছেন লন্ডনেই। এখন তিনি ব্যবসায় মন দিয়েছেন। তবে তাঁর ক্রিকেটেও আগ্রহ প্রবল।

সূত্রের খবর, কবীর বাহিয়া ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষীর খুবই কাছের মানুষ। কারণ তাঁদের প্রায়ই একসঙ্গে পার্টি করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন একসঙ্গে কবীর। শুধু তারকা দম্পতিই নয়, কবীরকে প্রায়ই হার্দিক পাণ্ডিয়ার সঙ্গেও দেখা গেছে। তাঁর সঙ্গে একাধিক বলিউড সেলিব্রিটির সম্পর্কও খুবই ভাল। হার্দিক ও নাতাশার বিয়েতেও গিয়েছিলেন কবীর। ক্রিকেট জগতের সঙ্গে যোগসূত্র কবীর বাহিয়ার শুধু ধোনি বা হার্দিকেই আটকে নেই। তাঁর সঙ্গে চাহাল, রোহিত শর্মা ও ঋষভ পন্থেরও যোগাযোগ ভালই।

এর আগে বিয়ের গুঞ্জন প্রসঙ্গে কৃতী শ্যানন বলেন, ‘যখন আমার সম্পর্কে মিথ্যে নেতিবাচক তথ্য প্রকাশিত হয়, তখন তা শুধু আমার জন্যই হতাশাজনক নয়, আমার পরিবারকেও প্রভাবিত করে। মিথ্যা কোনও দাবির ফলাফলের প্রভাব তাঁদের ওপর পড়া উচিত নয়। বিশেষ করে আরও সাংঘাতিক হয় যখন এলোমেলো গুজব, যেমন আমি নাকি বিয়ে করছি, এরকম কথা ঘুরতে শুরু করে।’

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours