এয়ার ইন্ডিয়ার পাইলটের রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ধৃত প্রেমিক।
এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের রহস্যমৃত্যু। মুম্বইয়ের আন্ধেরির একটি ফ্ল্যাট থেকে এয়ার ইন্ডিয়ার পাইলট সৃষ্টি তুলির (২৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, ওই তরুণী আত্মহত্যা করেছেন। গলায় মোবাইলের চার্জারের তার জড়ানো ছিল ওই তরুণীর। তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তরুণীর মৃত্যুর খবর পাওয়ার পরই পরিবারের তরফে প্রেমিক আদিত্য পণ্ডিত (২৭)–র বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার ভিত্তিতেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ঘটনার দিন সকালেই সৃষ্টি তাঁর প্রেমিককে ফোন করে এবং আত্মহত্যা করবে বলে জানায়। অভিযুক্ত সেই সময় দিল্লি যাচ্ছিল। তড়িঘড়ি ফ্ল্যাটে এসে পৌঁছলেও ভিতর থেকে কেউ দরজা খোলেনি। তখন নকল চাবি বানিয়ে ফ্ল্যাটে ঢোকে যুবক। ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রেমিকাকে। শেষ রক্ষা আর হলো না। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। জানা গেছে, ওই তরুণী উত্তরপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে মুম্বইয়ে থাকত। দুই বছর আগে দিল্লিতে কমার্শিয়াল পাইলটের কোর্স করতে গিয়েছিল তরুণী। সেই সময়ই আদিত্য পণ্ডিতের সঙ্গে আলাপ ও প্রেমের সম্পর্ক।
মৃতার কাকার অভিযোগ, প্রায়শই রাস্তাঘাটে সকলের সামনে সৃষ্টিকে হেনস্থা, অপমান করত ওই যুবক। তাঁর পোশাক থেকে খাবারের অভ্যাস–সবই বদলে ফেলার জন্য ক্রমাগত চাপ দিত। এমনকী, ওই যুবকের চাপেই আমিষ খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিল তরুণী। নিরামিষ খাওয়ার জন্য তাকে চাপ দেওয়া হত। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। ২৯ নভেম্বর পর্যন্ত যুবককে পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।