এসএসসি নিয়োগ মামলা: ‘মিডলম্যান’ প্রসন্নের ১৬৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত! তালিকায় হোটেল, রিসর্টও
এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলার আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করে ইডি। বর্তমানে প্রসন্ন জেল হেফাজতে রয়েছেন। এবার স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়োগের মামলায় ‘মিডলম্যান’ প্রসন্নের ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।
শনিবার তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, প্রসন্ন এবং তাঁর স্ত্রী কাজল সোনি রায়ের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। একাধিক হোটেল, রিসর্টও তালিকায় রয়েছে।
কাজলের নামে থাকলেও সেখানে একটি সংস্থার ভাগও রয়েছে। বাজেয়াপ্তের তালিকায় রয়েছে শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেডের নাম। এই সংস্থা প্রসন্নই পরিচালনা করতেন বলে জানিয়েছে ইডি।
এখনও অবধি গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় ইডির বাজেয়াপ্ত করা মোট সম্পত্তির মূল্য দাঁড়াল ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকা।
প্রসঙ্গত, ইডি আগেই জানিয়েছিল প্রসন্ন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। প্রাক্তন মন্ত্রীর এক আত্মীয়র সঙ্গে বিয়েও হয়েছে প্রসন্নর। সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসি-র অন্যতম দালাল। তাঁর অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের এপিসেন্টার।
বছর চারেক আগে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা খোলেন প্রসন্ন। সল্টলেকে সেই সংস্থার নাম আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস। এই অফিসেই নিয়োগের দুর্নীতি হত বলে দাবি করেছিলেন তদন্তকারীদের।