এসএসসি ভবন অভিযানকে কেন্দ্রকে করে ধুন্ধুমার সল্টলেকে

#SSCProtest#SaltLake#JobAspirants#RecruitmentProcess#PoliceClash#Protest2024#Unemployment#WestBengal#StudentRights#JusticeForJobSeekers#Demonstration#CourtRuling#PublicOutcry#JobFairness#kolkatanews#asianews#asianewslive

এসএসসি ভবন অভিযানকে কেন্দ্রকে করে ধুন্ধুমার সল্টলেকে।পুজোর আগে ফের পথে নামে ২০১৬ সালের আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তাদের দাবি এতদিন হয়ে গেলো এখনো কেন কোনো তালিকা বের করেনি। যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। করুণাময়ী পৌঁছনোর আগে মিছিলে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে এগনোর চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশ ও চাকরিপ্রার্থীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। তার জেরে রণক্ষেত্র করুণাময়ী। তাদের কে আটক করার জন্য বাসে তোলা হয়। টেনে হরে তুলতে থাকে আন্দোলনকারীদের।হাইকোর্টের রায়ে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি চলে যাওয়ার প্রতিবাদে তাঁদের এই কর্মসূচি ছিল। এসএসসি অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছিল তাঁদের তরফে। তবে এসএসসি ভবন পৌঁছনোর আগেই তাঁদের তাকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় আন্দোলনকারীদের। মুহুর্তে রণক্ষেত্র আকার ধারণ করে এলাকা।করুণাময়ী এলাকার আচার্য সদনের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে দেয়। অভিযোগ, ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ মিছিলকে থামিয়ে দেয়। এরপরেই শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা, ধাক্কাধাক্কি। সেখানেই পুলিশ ধরপাকড় শুরু করে। বেশ কয়েক জনকে আটকও করা হয়েছে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author