এ ডি এস ডি প্রতিষ্ঠানের উদ্যোগে গতকাল সন্ধ্যায় আয়োজন করা হয়েছিল এই বিশেষ অনুষ্ঠানের।
এ ডি এস ডি প্রতিষ্ঠানটি মিডিয়া সেক্টর ছাড়াও বর্তমান সময়ে যেসব কাজ করছে তা সত্যিই অভূতপূর্ব। তাদের উদ্যোগে মিডিয়া ট্রেনিং, ইকো লিভিং ইত্যাদি সেক্টরে একাধিক কার্যকর্ম সূচিত হচ্ছে পাশাপাশি রাজ্য সরকারের সহায়তায় একাধিক প্রজেক্ট এ কাজ শুরু করেছে এই সংস্থাটি। মূলত ক্রেতা সুরক্ষার কথা মাথায় রেখেই তাঁদের এই উদ্যোগ। রাজ্য সরকারের সহায়তায় অনেক নব নব উদ্যোগপতি দের বিনিয়োগ কে আমন্ত্রণ জানানো হয়েছে। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান তাদের উদ্যোগ কে আরো বেশি অনুপ্রাণিত করবে এমনটি আশা করছে কর্তৃপক্ষ।শুধুমাত্র কলকাতা নয় কলকাতার বাইরেও তাদের এই প্রচেষ্টা অগ্রসর হচ্ছে।
আগামী ৮ ই সেপ্টেম্বর নিউটাউনের নোভোটেল হোটেলে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।” লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং কনজিউমার আওয়ারনেস কনক্লেভ” । এই ইভেন্টেও পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগের কর্তারা উপস্থিত থাকবেন।
এদিন প্রেস মিটিং এ উপস্থিত ছিলেন এ ডি এস ডি সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ।এছাড়াও সাংবাদিক বৈঠকে কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন
অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জী, আয়োজক সংস্থার পক্ষে সহ অনিকা সেন সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার। এ ডি এস ডি সংস্থার আরো অনেক পরিকল্পনা মূলক কাজ রয়েছে ভবিষ্যতে, এমনটিই জানান এ ডি এস ডি কর্তৃপক্ষ।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author