কপিল এর রেকর্ড ভেঙে নতুন রেকর্ডএর পথে বুমরাহ অস্ট্রেলিয়ায়

পারথের অপটাস স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পাঁচ টেস্টের সিরিজের প্রথমটিতে ভারতকে নেতৃত্ব দিতে পারেন জসপ্রীত বুমরাহ।
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্স সহায়ক পিচে ভারতীয় বোলিং বিভাগকেও নেতৃত্ব দিতে হবে বুমরাহকেই। তারই ফাঁকে তিনি ডাউন আন্ডারে টেস্ট সিরিজে গড়তে পারেন বিরাট রেকর্ড।
পিঠে চোটের কারণে গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে দুটি টেস্টে খেলতে পারেননি বুমরাহ। অস্ট্রেলিয়ায় আসন্ন সিরিজে অবশ্য পাঁচটি টেস্টেই বুমরাহ খেলবেন। ছন্দে থাকলে বুমরাহ ভেঙে দিতে পারেন কপিল দেবের কীর্তি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাতটি টেস্টে বুমরাহর ৩২টি উইকেট রয়েছে। আর ২০টি উইকেট দখল করলেই তিনি অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে টেস্টে ভারতের সর্বাধিক উইকেটশিকারীর রেকর্ডটি নিজের দখলে নিয়ে নেবেন।
কপিল অস্ট্রেলিয়ায় ১১টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৫১টি। এ ছাড়া অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অনিল কুম্বলের ৪৯টি, রবিচন্দ্রন অশ্বিনের ৩৯ ও বিষেণ সিং বেদীর ৩৫টি উইকেট রয়েছে। ফলে ধাপে ধাপে তাঁদের টপকে কপিলের রেকর্ডের দিকে এগিয়ে যাওয়ার বড় সুযোগ বুমরাহর সামনে। অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ভারত-অস্ট্রেলিয়া টেস্টগুলিতে সবচেয়ে বেশি উইকেট রয়েছে নাথান লিয়ঁর। অস্ট্রেলিয়ার স্পিনার ১৫টি টেস্টে ৬০টি উইকেট দখল করেছেন। সেই রেকর্ডকে লিয়ঁ যে আরও উন্নত করবেন তা বলার অপেক্ষা রাখে না।

২০১৮-১৯ মরশুমে বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে চারটি টেস্টে ২১টি উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ায় কোনও টেস্ট সিরিজে ভারতীয় পেসার হিসেবে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটিও রয়েছে কপিলের। তিনি ১৯৯১-৯২ মরশুমের সফরে ২৫টি উইকেট নিয়েছিলেন। বুমরাহর সামনে সেই রেকর্ডটি ভাঙারও হাতছানি

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author