কলকাতায় আজ জোড়া কার্নিভাল একদিকে রাজ্য সরকারের পুজো কার্নিভাল আর অন্যদিকে ‘দ্রোহ কার্নিভাল
রানী রাসমণি রোডে এই দ্রোহ কার্নিভাল সুচিত হবে , দ্রোহের কার্নিভালে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্য সচিব কে এবং স্বরাষ্ট্র সচিব কে। রেড রোডে রাজ্য সরকারের পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে, অনুষ্ঠানে বাইরে থেকে বিদেশ থেকে বহু অতিথিরা আসবে এই অনুষ্ঠানে যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে সেই দিকে রাজ্য কড়া নজরদারির মধ্যে রয়েছে। কলকাতার ১০৮টি পুজো কমিটি এই পুজো কার্নিভালে অংশগ্রহণ করেছেন।নিরাপত্তার জন্য একাধিক পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে রেড রোডে, ফলতো এই জোড়া কার্নিভাল নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রাজ্য সরকার। আবার এরই মধ্যে জুনিয়র ডাক্তার ধর্ম তলায় মানববন্ধন এর ডাক দিয়েছেন। সাধারণ মানুষকেই মানববন্ধনে আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি দ্রোহের কার্নিভালেও সমস্ত স্তরের মানুষকে আহ্বান অংশগ্রহণ করার জন্য। এই গ্রহের কার্নিভাল ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যাপক ও সিনিয়র চিকিৎসকরা অংশগ্রহণ করবেন।
রানী রাসমণি রোড সংলগ্নসহ একাধিক রাস্তায় নিষেদাজ্ঞা জারি করা হয়েছে জমায়াতের উপর। পাঁচজন ছজনের বেশি জমায়েত হলে তার বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার তরফ থেকে। ১৬৩ ধারা জারি করা হয়েছে লালবাজারে তরফ থেকে। রানী রাসমণি এভিনিউ, ডরিনা ক্রোসিং, ধর্মতলা মোড়সহ একাধিক রোডে এই ১৬৩ ধারা জারি করা হয়েছে।
+ There are no comments
Add yours