কলকাতায় দামি গাড়ির কর বকেয়া: ৮০ কোটি টাকা! পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, করখেলাপিদের থেকে টাকা আদায় করতে তৎপর সরকার
কলকাতা শহরে রোড ট্যাক্সের বকেয়া পরিমাণ এখন প্রায় ৮০ কোটি টাকা। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সোমবার বিধানসভায় সাংবাদিকদের জানান, এই বিপুল পরিমাণ টাকা বকেয়া রয়েছে বিশেষ করে দামি গাড়িগুলির জন্য। তিনি জানিয়েছেন, সরকার করখেলাপিদের কাছ থেকে এই বকেয়া টাকা আদায় করতে তৎপর হয়েছে এবং সেজন্য মেসেজ পাঠানো হচ্ছে।
মন্ত্রী আরো জানান, বিশেষ এনফোর্সমেন্ট টিম কাজ করছে, যারা রাস্তায় গিয়ে গাড়ির মালিকদের কাছ থেকে রোড ট্যাক্স আদায় করছে। তিনি উল্লেখ করেন, গাড়ির ট্যাক্স থেকে রাজস্ব আসে এবং এই রাজস্বের মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক কাজ করা সম্ভব। সুতরাং, সাধারণ মানুষের স্বার্থে গাড়ির মালিকদের উচিত সময়মতো ট্যাক্স পরিশোধ করা।
এছাড়া, মন্ত্রী জানান যে, যে সমস্ত গাড়ির কর বাকি, সেগুলির মধ্যে বেশিরভাগই উচ্চমূল্যবান গাড়ি যেমন মার্সিডিজ এবং অডি। কিছু মালিক ব্যস্ততার কারণে কর দিতে ভুলে গেছেন, তবে মেসেজ পাঠানোর মাধ্যমে তাঁদের মনে করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রীর আশা, মেসেজ পাওয়ার পর অথবা এনফোর্সমেন্ট টিমের মাধ্যমে গাড়ির মালিকদের বকেয়া কর পরিশোধ করা হবে।