কলকাতার বাজারে সোনার দাম কত? রুপো কত দামে বিক্রি হচ্ছে?জেনে নিন পুজোর আগে সোনা রুপোর দাম

গত দু’সপ্তাহ ধরে বৃদ্ধির পর একই জায়গায় রয়েছে সোনার দাম। শনিবার শেষ যে দামে সোনা কেনাবেচা হয়েছে কলকাতার বাজারে, সোমাবার তার থেকে খুব সামান্য পার্থক্যেই চলবে লেনদেন। তবে মার্কিন ফেডেরাল ব্যাঙ্কের সুদ হ্রাসের ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে শুরু করেছিল। যার প্রভাব ভারতের সোনার বাজারেও পড়েছিল। পুজোর আগে এই পরিস্থিতি হতাশ করেছিল স্বর্ণব্যবসায়ী থেকে সাধারণ ক্রেতাদের। সুদ হ্রাসের ঘটনার ২ সপ্তাহ পার হতে দাম বৃদ্ধির প্রবণতা কিছুটা কমেছে। যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।আন্তর্জাতিক বাজারের নিরিখে সোনার দামে পরিবর্তন হয়। স্থানীয় বাজারে কোন দামে কেনা-বেচা চলবে তা স্থির করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তাঁদের প্রকাশিত দাম ধরেই খুচরো দোকানদাররা ক্রেতাদের সোনার গয়না বিক্রি করে থাকেন। সোমবার এসএসবিসি যে জানিয়েছে কোন দামে কলকাতার বাজারে চলবে লেনদেন। ২৪ ক্যারাটের সোনার বারের প্রতি ১০ গ্রামের দাম ৭৫,৪০০ টাকা। ২২ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৭১,৬৫০ টাকা। ১৮ ক্যারাট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৮,৮০০ টাকা। সোনার মতো রূপোর দামও বেড়েছিল গত সপ্তাহে। প্রতি কেজি রুপোর দাম ৯১,২০৮ টাকা।যদিও বাজারে সোনা বা রুপোর গয়না কিনতে গেলে। এই দামে আপনি পাবেন না। কারণ এই দামের উপর জিএসটি দিতে হবে। এর পাশাপাশি কোনও গহনা বিপণি অতিরিক্ত কিছু চার্জ অনেক ক্ষেত্রে নিয়ে থাকে। এই দরের সঙ্গে তা যুক্ত হয়ে যে দাম হবে সোনা কেনার দিতে হবে আপনাকে।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author