কলকাতা বিমানবন্দরে অবতরণ করল পৃথিবীর বৃহত্তম বেলুগা আকাশ তিমি। সে বিমান দেখতে হুড়োহুড়ি

শুধু আকারে নয়, আকৃতিতেও বিমানটি নজর কারা। দেখে মনেই হবে যেন এক আস্ত তিমি। পুরো বেলুগা সাদা তিমির আদলেই তৈরি করা হয়েছে এই বিশাল আকার বিমানটি।মাথা এবং পেট যথারীতি ফোলা।
তিমির মুখের মতোই বিমানের সামনের দিক সরু হয়ে এসেছে।কলকাতায় প্রথমবারের মতো অবতরণ করল বৃহত্তম সেই বেলুগা বিমান। বেলুগা সিরিজের এই বিমানটির নাম বেলুগা এক্সএল। বেলুগা এক্সএল হল বেলুগা এসটির অত্যাধুনিক এবং বড় সংস্করণ। এর আগে, কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছিল বেলুগা এসটি। দীর্ঘ পাঁচ ঘন্টা যাত্রা করার পর রাত পৌনে এগারোটা নাগাদ জ্বালানি ভরার জন্য কলকাতা এয়ারপোর্টে অবতরণ করে। তারপর বুধবার ভোর পাঁচটায় আবার চীনের তিয়ানজিনের উদ্দেশ্যে রওনা দেয়। অবতরণের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসছে, এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া আসতেই কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে যায়।উল্লেখ্য, বেলুগা বিমানের রক্ষণাবেক্ষণের মতো ব্যবস্থা পূর্ব ভারতে কেবল কলকাতা বিমানবন্দরেই রয়েছে। পেল্লায় এই বিমান দেখতে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। এত বড় বিমান সচরাচর দেখা যায় না। তা ছাড়া বিশাল সামুদ্রিক প্রাণীর আদলে তৈরি বেলুগার রূপও নজর কেড়েছে যাত্রীদের।
উল্লেখ্য,এক-একটি বেলুগা বিমান তৈরিতে প্রায় তিন বছর সময় লাগে। ১৯৯২ সালে এই ধরনের বিমান তৈরির কাজ শুরু হয়েছিল। বর্তমানে প্রতি সপ্তাহে মালপত্র নিয়ে অন্তত ৬০ বার যাতায়াত করে বেলুগা। মূলত, বড় আকারের মালপত্র পরিবহণের জন্য বেলুগা ব্যবহৃত হয়। অন্যান্য মালবাহী বিমানের চেয়েও এই বিমান আকারে বড়। বিমানের নানা অংশও বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহণ করে থাকে বেলুগা। ইউরোপ এবং পশ্চিম দুনিয়ায় বেলুগার নিয়মিত যাতায়াত রয়েছে। আকার এবং আকৃতির জন্য আকাশপথ পরিবহণে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ‘আকাশ-তিমি’ বেলুগা। অনেকে একে ‘সুপার ট্রান্সপোর্টার’ তকমাও দিয়েছেন। বেলুগার উন্নত সংস্করণ বেলুগা-এক্সএল ২০২০ সাল থেকে চালু হয়েছে। বেলুগা এক্সএল বিমানটির ৬৩.১ মিটার লম্বা। ডানা ৬০.৩ মিটার। এর মালবহনের ক্ষমতা প্রায় ৫১ টন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author