কলকাতা মেট্রো: শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে পরীক্ষামূলক ট্রায়াল শুরু, শীঘ্রই বাণিজ্যিক পরিষেবা
কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিয়ে অবশেষে এসেছে সেই সুখবর, যেটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন নগরবাসীরা, বিশেষ করে যারা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা নিয়ে উদগ্রীব ছিলেন। জানা যাচ্ছে, চলতি মাসের জানুয়ারি মাসেই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরীক্ষামূলক ট্রায়াল রান শুরু হবে। ২০২৪ সালের শেষের দিকে শোনা গিয়েছিল যে নতুন বছরের জানুয়ারিতেই ট্রায়াল রান শুরু হবে এই রুটে। গত মাসে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি ইস্ট-ওয়েস্ট করিডরের এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখায় ট্রলি পরিদর্শন করেছিলেন। এরপর বেশ কিছু অবনমননের ঘটনার পর, বর্তমানে এই রুটের নির্মাণ কাজ শেষের দিকে পৌঁছেছে। এই অংশটি সম্পূর্ণরূপে চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর, যা গ্রিন লাইন নামেও পরিচিত, হাওড়া ময়দানের সঙ্গে সল্টলেক সেক্টর ৫-এর সংযোগ স্থাপন করবে। বর্তমানে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সেক্টর ৫ রুটে মেট্রো চললেও, এসপ্ল্যানেড-শিয়ালদহ রুটের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। এখন জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই রুটে পরীক্ষা শুরু হবে। তবে, পুরোপুরি চালু হওয়ার আগে অটোমেটিক সিগন্যালিং সিস্টেমের সঠিক পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন, যা মেট্রো কর্তৃপক্ষের জন্য অত্যন্ত জরুরি।পরীক্ষা শেষে রেলওয়ে সেফটি কমিশনারের কাছে রুট পরিদর্শনের জন্য আবেদন জানানো হবে। আবেদন গৃহীত হলে শিয়ালদা-এসপ্ল্যানেড রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে এবং পুরো ১৬ কিলোমিটার ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট চালু হয়ে যাবে।সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে থেকে এই নতুন রুটে মেট্রো চলবে এবং কলকাতা মেট্রো আরও এক ধাপ এগিয়ে যাবে