কল্পতরু উৎসবের দিন ভক্তদের ঢল কাশীপুর ও দক্ষিণেশ্বরে
প্রতিবারের মতোই ১ জানুয়ারি, নতুন বছরের প্রথম দিনে উদযাপিত হচ্ছে কল্পতরু উৎসব। সকাল থেকেই কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরে ভক্তদের বিশাল সমাগম দেখা যাচ্ছে। এদিন বিশেষ মঙ্গলারতি এবং পুজোপাঠ অনুষ্ঠিত হবে কাশীপুর উদ্যানবাটিতে, যেখানে আলোচনা হবে রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ও বাণী নিয়ে। বেলুড়, কালীঘাট, এবং তারাপীঠেও পুণ্যার্থীদের ঢল নেমেছে, তবে বিশেষভাবে ভক্তরা সেদিন কাশীপুর এবং দক্ষিণেশ্বরে সমবেত হন। কল্পতরু উৎসবে যোগ দিতে আগের রাত থেকেই শুরু হয়েছে ভক্তদের সমাগম। বুধবার সকালে মন্দিরের বাইরে ফুলের ডালা হাতে দীর্ঘ লাইন দেখা যায়, কারণ এই দিনটি রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি গভীর বিশ্বাসের দিন হিসেবে মানা হয়। ১৮৮৬ সালের ১ জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে রামকৃষ্ণ পরমহংসদেবের স্বাস্থ্য খারাপ ছিল, কিন্তু সেই দিন সকালে তিনি হাঁটতে বেরিয়ে গিরীশচন্দ্র ঘোষের কাছে নিজেকে পরিচিত করে দেন এবং তার ভক্তদের উদ্দেশে আশীর্বাদ প্রদান করেন। সেই থেকে প্রতি বছর এই দিনটি ‘কল্পতরু উৎসব’ হিসেবে পালিত হচ্ছে। ভক্তদের বিশ্বাস, এই বিশেষ দিনটি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূর্ণ হয়।