কল্যাণী এইমসে নাবালিকার দেহ ময়না তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
জয়নগরে খুন ও ধর্ষিত নাবালিকার দেহের ময়নাতদন্ত কল্যাণী এইমস্ এ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে পাশাপাশি এও জানানো হয়েছে কল্যাণী এইমস এ পরিকাঠামো না থাকলে তাহলে ওই নাবালিকার ময়নাতদন্ত হবে কল্যাণী জেএনএম হাসপাতালে। তবে ময়না তদন্ত করতে পারবেন শুধুমাত্র কল্যাণী এইমসের চিকিৎসকরা। আগামীকাল সিআই জেএম এর উপস্থিতিতে এই ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতায় হাইকোর্ট। পাশাপাশি এই ঘটনায় পকসো আইনের ধারা যুক্ত করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মূলত ঘটনার পরের দিন থেকেই পুলিশের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন নাবালিকার পরিবার। প্রথমত অভিযোগ না নেওয়ার দাবি তুলেছেন এই নাবালিকার পরিবার। তাই এই ঘটনার তদন্ত সিবিআই এর কাছে হস্তান্তরিত হওয়ার পাশাপাশি নাবালিকার পরিবার দাবি জানিয়েছিলেন কোন কেন্দ্রীয় সরকারের হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার জন্য। সেইমতোই আজ কলকাতা হাইকোর্টের তরফে নদীয়ার কল্যাণী এইমসে এই নাবালিকার ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে।