কসবা শুটআউট: সুশান্ত ঘোষের ওপর হামলার ঘটনায় অস্ত্রের তল্লাশি, উঠে আসছে বিহার যোগ
তদন্তকারীরা মনে করছেন, সুশান্ত ঘোষের উপর হামলা চালানোর পর পালানোর সময় ব্রিজের কাছেই আগ্নেয়াস্ত্রটি খালে ফেলে পালিয়ে গেছে। রবিবার সকালে ওই খালে প্রায় ৪০ মিনিট তল্লাশি চালান কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা, তবে অস্ত্র পাওয়া যায়নি। এরপর খাল থেকে উঠে পরিত্যক্ত নির্মাণ এলাকা এবং আশপাশের জঙ্গলে তল্লাশি চালানো হয়।
এছাড়া, এই ঘটনায় জমি নিয়ে বিবাদের সম্ভাবনা উঠে আসার পাশাপাশি নতুন একটি তথ্যও সামনে এসেছে। জানা গেছে, সুপারি কিলার ভাড়া করে কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছিল।
শুক্রবারের ঘটনার পর এক অভিযুক্তকে স্থানীয় বাসিন্দারা আটক করেন, অপরজন স্কুটি চালিয়ে পালিয়ে যায়। একই সঙ্গে কসবা শুটআউটের তদন্তে বিহারের যোগসূত্রও সামনে এসেছে। বিহারের অপরাধী ইকবাল নামের এক ব্যক্তি সুশান্ত ঘোষের ওপর হামলার জন্য আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছে বলে অভিযোগ। এই ধরনের হামলার চেষ্টা আরও দু’বার আগস্ট এবং অক্টোবর মাসে করা হয়েছিল।
+ There are no comments
Add yours