কাকভোরে গুলির লড়াইয়ে কাঁপল জম্মু ও কাশ্মীর, ৫ জঙ্গি নিহত
জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বৃহস্পতিবার ভোরে এক শক্তিশালী এনকাউন্টারে ৫ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ২ জওয়ান। গোয়েন্দা সূত্রে খবর মেলে দক্ষিণ কাশ্মীরের কুলগামের কাদ্দের এলাকায় জেহাদিদের লুকিয়ে থাকার বিষয়ে। এরপরই সেনাবাহিনী এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে শুরু হয় ব্যাপক তল্লাশি। সন্দেহভাজন এলাকাগুলিতে জঙ্গিদের গতিবিধি নজরে আসার পর গুলি চালায় নিরাপত্তা বাহিনী, পাল্টা গুলিবর্ষণ করে জেহাদিরা। এনকাউন্টারে নিহত হয় ৫ জঙ্গি, তবে বাকিরা পালিয়ে যায়। জঙ্গিদের খোঁজে অভিযান চলছে। এই সংঘর্ষে ২ জওয়ান আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা চলছে। এর আগে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার ভার্ট রিজ এলাকায় সেনা অভিযানে শহিদ হন ২ প্যারা স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে পাকিস্তান জম্মু ও কাশ্মীরে উত্তেজনা সৃষ্টি করতে নাশকতা ছড়ানোর চেষ্টা করছে। নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসবাদী হামলার লঞ্চপ্যাড সক্রিয় করেছে পাক সেনা, এবং জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবার জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।