কালীপুজোর আগে কেটেছে দুর্যোগ, উৎসবে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
সোমবার মূলত শুষ্ক থাকবে আবহাওয়া, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।আগামী ৩১ অক্টোবর কালীপুজো এবং দীপাবলি। আপাতত নতুন করে কোনও সিস্টেম তৈরি হয়নি। সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজোয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।
বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক থাকবে আবহাওয়া।
আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক থাকবে আবহাওয়া। পার্বত্য এলাকার দু’এক জায়গায় হতে পারে হালকা বৃষ্টিপাত।
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৭ শতাংশ।