কিশোরী গণধর্ষণে ধৃত ৫, আরজি করের পর সতর্ক প্রশাসন, গোপনিয়তা লঙ্ঘনে কড়া পদক্ষেপ
#NationwideOutrage#argkarcase#ProtestsAndDemands#DehradunIncident#TeenAssault#JusticeForVictims#UttarakhandCrime#SafetyForWomen#LegalAction#SensitiveReporting#ProtectPrivacy#PoliceInvestigation#POSCOAct#NoToViolenceAgainstWomen#asianews
#rgkarmedicalcollege#RGKarMedicalCollegeandHospital#RGKarHospital#rgkarincident
এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে আরজি কর কান্ডে এমনিতেই উত্তাল রাজ্য- দেশ। আন্দোলন প্রতিবাদ বিক্ষোভে ঝড় উঠছে গোটা দেশ জুড়ে।
তার মাঝেই দেরাদুনে এক কিশোরিকে বাসের মধ্যে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে উত্তরাখন্ডের দেরাদুনের ইন্টার স্টেট বাস টার্মিনালে। পুলিশ তদন্তে নেমে জানিয়েছে, ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দেরাদুনের সিনিয়ার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ জয় সিং জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্যাটেল নগর থানায় থানায় পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে আর্জি জানিয়েছেন, এই ঘটনায় নিশ্চিত না হয়ে কোনও তথ্য প্রকাশ না করার জন্য।
প্রমাণ ছাড়া এই ঘটনায় কোনও সংবাদ প্রকাশিত বা সম্প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি অনুরোধ করেন এমন কোনও প্রতিবেদন বা মন্তব্য করা যাবে না যাতে, কিশোরীর গোপনীয়তা লঙ্ঘন হতে পারে।
+ There are no comments
Add yours