হিন্দু সনাতন ধর্মের বিশেষ দিন জন্মাষ্টমী। প্রতিবছর কৃষ্ণ জন্ম দিনে জন্মাষ্টমী পালিত হয়। স্বদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব পালন করা হয় । প্রতিবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমীর উৎসব হয় । এই বছর জন্মাষ্টমী পালিত হবে সোমবার, 26 অগস্ট ।
কয়েকটি রীতিমেনে পুজো করলে ফল পাওয়া যায়।ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু 26 অগস্ট 2024, ভোর 3টে 39 মিনিটে । ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে 27 অগস্ট 2024, রাত 2টো 19 মিনিটে । জন্মাষ্টমীর দিনটি সত্যিই গুরুত্বপূর্ণ, জেনে নিন কী করবেন ?
জন্মাষ্টমীর শুরুর রাতে কেশর জলের দুধ একসঙ্গে রেখে গোপালকে অভিষেক করুন ৷ এতে জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে ৷
জন্মাষ্টমীর সকালে স্নান করার পর রাধা-কৃষ্ণের মন্দিরে গিয়ে কৃষ্ণকে হলুদ ফুলের মালা অর্পণ করা প্রয়োজন ৷
এইদিন সকাল সকাল স্নান সেরে পরিষ্কার জামা-কাপড় পড়ে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে কৃষ্ণের অভিষেক করুন ৷ এটি করলে আপনার সকল মনস্কামনা পূরণ হয় ৷
শাস্ত্রমতে, এইদিন নিজের বাড়িতে সাতজন কুমারী মেয়েকে পায়েস বা সাদা রঙের কোনও মিষ্টি খাওয়ানো ভালো ৷ আপনার বাড়ির চারপাশে নেগেটিভ এনার্জি কেটে যাবে ও জীবনে সুখ আসবে ৷
এইদিনে জাফরান ও গোলাপ মিশিয়ে তিলক আঁকুন ৷ এছাড়াও গোপাল বা কৃষ্ণকে সাদা মিষ্টি পায়েস বা ক্ষীরের কোনও মিষ্টি অবশ্যই দেওয়া উচিত ৷ এছাড়াও এতে অবশ্যই তুলসি পাতা নিবেদন করুন ৷ এতে ভগবান কৃষ্ণ তুষ্ট হন ও বাড়ির শান্তি বজায় থাকে ৷
অবশ্যই শ্রীকৃষ্ণকে ময়ূরের পালক নিবেদন করতে ভুলবেন না ৷ এই ময়ূরের পালক সারাবছর বাড়িতে রেখে দিন এতে বাড়ির শান্তি বজায় থাকে ৷
+ There are no comments
Add yours