কেকেআরের মুখের গ্রাস কেড়ে নিয়ে রিকি পন্টিং আইপিএল এর কোচ হলেন ‘এই’ দলের
#RickyPonting#IPL2024#PunjabKings#KKR#CoachingChanges#CricketNews#PanjabKingsCoach#t20cricket#asianews#asianewslive
দিল্লির থেকে ছাঁটাই করার পর তাকে বেশি দিন বসে থাকতে হল না। রিকি পন্টিং কেকেআরের দলে আসতে পারেন এটা অনেকদিন থেকেই চর্চায় ছিল।মেন্টর হয়ে। তবে তা আর হবে না।রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কেকেআর ম্যানেজমেন্টের। তবে তাঁদের মধ্যে ২জনকে আর পাওয়া হচ্ছে না কেকেআরের। একজন, সাঙ্গাকারা, আরেকজন রিকি পন্টিং। সাঙ্গাকারা রাজস্থানেই থাকছেন।আর রিকি পন্টিং প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ হচ্ছেন ।দুবারের বিশ্বকাপজয়ী অজি অধিনায়কের উপর ভরসা রাখল পাঞ্জাব।
+ There are no comments
Add yours