কেন্দ্রীয় দল আজ অন্ধ্রপ্রদেশে বন্যাকবলিত এলাকাগুলি পরিদর্শন করছেন।
বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত সচিব সঞ্জীব কুমার জিন্দালের নেতৃত্বে দলটি কৃষ্ণা,এনটিআর, গুন্টুর সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করবেন। তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গেও কথা বলবেন। বঙ্গপোসাগরে ঘূর্ণাবর্তজনিত নিম্নচাপের প্রভাবে এন টি আর, কৃষ্ণাএবং ইলুরু জেলার মতো উপকূলীয় অন্ধ্রপ্রদেশের জেলাগুলিতে ভারীবর্ষণ চলেছে। আগামী ৪৮ঘণ্টা অন্ধ্রপ্রদেশের এই অংশে মাঝির থেকে ভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর। আজ সকাল থেকে বিজয়ওয়াড়া এবং এন টি আর জেলার কিছু অংশে নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। তবে চলতি বন্যা পরিস্হিতিতে এর বড় কোন প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে।
+ There are no comments
Add yours