কেমন থাকবে আজকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া। কবে ঢুকছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে শীত?
এ সপ্তাহের শেষ থেকে আবহাওয়ার আমূল পরিবর্তন দেখা যাবে হালকা হালকা শীতের আমেজ। বোঝা যাবে যে শীত কড়া নাড়ছে বঙ্গে।কবে আসবে শীত? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস।আগামিকাল, রবিবার ভাইফোঁটার দিন। আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে অনেকেরই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃষ্টিতে ভোগান্তি নেই। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে ভাইফোঁটার দিন। সপ্তাহের শেষ থেকেই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস। দখিনা বাতাস এবং পুবের বাতাসের বদলে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। এতেই ঢুকবে ঠান্ডা। আগামী সপ্তাহে রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী ৪ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ, শীতের আমেজ টের পেতে অপেক্ষা শুধু এই সপ্তাহের। উত্তরবঙ্গে রবিবার থেকে বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতে। উপকূলের দুই জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে মোটের উপর দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকবে।