
শাহরুখ খানের অ্যাসিস্ট্যান্ট পূজা দাদলানি, পূজার প্রধান কাজ ছিল বিশেষ বিশেষ মিটিং-এ যোগদান করা, প্রতিটা পদে পদে এস আর কে র সঙ্গে থেকে সহযোগিতা করা। ২০১২ সালের পর থেকে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। শাহরুখ খানের সঙ্গে চুক্তি হয় তাঁর। শাহরুখ এবং পূজার জুটি বরাবরই হিট থেকেছে। খান পরিবারকে সমস্ত রকম বিপদ থেকে আগলে রাখেন তিনি। সকলের যেকোনো দরকারে তিনি সর্বদাই গিয়ে আসেন। নিজ দায়িত্ব পালনে কখনো তিনি পিছপা হননি। ইংরেজি ছাড়া মোটামুটি সবেতেই ভালো! দ্বাদশ শ্রেণীতে কোন বিষয়ে কত পেয়েছিলেন শাহরুখ কে এই পূজা ? তার শিক্ষাগত যোগ্যতাই বা কি? মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস মিডিয়ায় স্নাতক করেছেন পূজা। শাহরুখ খানের ঘনিষ্ঠ এই ম্যানেজারের আয় শুনলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না। ম্যানেজার পোস্টের জন্য পূজাকে প্রতি বছর ৭ থেকে ৯ কোটি টাকা মাইনে দেন শাহরুখ। এই পরিসংখ্যান ২০২১ সালের ভিত্তিতে তৈরি করা হয়েছে, বর্তমানে এটি বাড়তেও পারে। ২০১২ সালের পর থেকে তিনি শাহরুখ খানের ম্যানেজার এবং তার মোট সম্পত্তির পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৪৫ থেকে ৫০ কোটি টাকা। তার উপার্জন করা অর্থ তিনি কিনেছেন নীল রঙের একটি দামি মার্সিডিজ় বেঞ্জ এবং বানিয়েছেন বহু সম্পত্তি। ম্যানেজার হিসেবে পূজা বিশেষ বিশেষ দিনে পেয়ে যান পুরস্কার। পূজা এবং শাহরুখ খানের সম্পর্ক বরাবরই সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চিত। শাহরুখ খানের অসুস্থতা থেকে শুরু করে আরিয়ান খানের মাদক কান্ড যেকোনো ব্যাপারে তিনি সর্বদা খান পরিবারের পাশে থেকেছেন।