কে হচ্ছেন RCB-র নয়া অধিনায়ক? পাওয়া গেল বড়সড় ইঙ্গিত
আসন্ন আইপিএল মরশুমের জন্য প্রতিটা ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াড গুছিয়ে ফেলেছে। তবে বেশ কয়েকটি দল তাদের অধিনায়ক পরিবর্তন করতে চলেছে। এই তালিকায় নাম রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।
গত মরশুমের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছিলেন ফাফ ডু প্লেসি। কিন্তু, মেগা অকশনের আগেই তাঁকে রিলিজ করে দেয় আরসিবি। আগামী মরশুমে তিনি দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলবেন।
পাশাপাশি আগামী মরশুমের জন্য আরসিবি যে স্কোয়াড গঠণ করেছে, তারমধ্যে এমন কোনও ক্রিকেটার নেই, যাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এবার আরসিবি-র নয়া অধিনায়ক কে হতে পারেন, তা নিয়ে বড়সড় হিন্ট দিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নামটা শুনলে সমর্থকদের মুখেও হাসি ফুটে উঠবে।
অধিনায়ক হতে পারেন বিরাট কোহলি
মেগা অকশনের আগে থেকেই জল্পনা চলছিল যে বিরাট কোহলিকে আরও একবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক করা হতে পারে। ২০২১ সালে কোহলি আরসিবি-র অধিনায়কত্ব ছেড়ে দেন।
সম্প্রতি এবি ডিভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে আরসিবি-র সম্ভাব্য অধিনায়ক প্রসঙ্গে মুখ খুললেন। তিনি বললেন, ‘এই স্কোয়াড দেখে আমার মনে হচ্ছে, বিরাট কোহলিই এবার নেতৃত্ব দেবেন।’ যদিও ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি