বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত শাহানা রঘুনাথ পুর গ্রামে। মৃত ব্যাক্তির নাম সফিউল্লা মন্ডল। বয়স 53 বছর। ঘটনার দিন সফিউল্লা ঘরে একাই ছিলেন। তার স্ত্রী, ছেলে কে নিয়ে বাপের বাড়ি গেছিলো। মেয়ে গেছিলো টিউশন পড়তে। তাই সে সময় তিনি বাড়িতে একাই ছিলেন।মেয়ে টিউশন থেকে এসে দেখেন বাবা মেঝেতে পড়ে রয়েছে। তারপরেই সে চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের জড়ো করে। তারপরে সফিউল্লা কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। কিন্তু ঐ বৃদ্ধের কিভাবে মৃত্যু হলো তা যেন রহস্যময়। তবে অনেকের ধারণা বাড়িতে একা ছিলেন সেই সময় সফিউল্লা ইলেকট্রিক শক খেয়েছিলেন বলে মৃত্যু হয়েছে। যদিও ই ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।বাড়ির ছেলে বলেন বাড়িতে তারা কেউ ছিল না তাই কিভাবে মারা গেল কিছুই বলতে পারবেন না। এদিকে পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.