কোয়ল মল্লিক,বাংলার অভিনেত্রী ভক্তদের বেশ পছন্দের অভিনেত্রী।
#KoelMallick
#BengaliActress
#StarKid
#TalentedActress
#KoelMallickFans
#RanjitMallick
#CelebrityGossips
#KoelAndRanai
#MarriageLife
#FamilyMoments
#ActressLife
#KoelMallickInMovies
#EntertainmentNews
#OnScreenJodi
#celebrityinterviews#asianews#tollywood
স্টারকিড হলেও একের পর এক ছবিতে দক্ষ অভিনয়ের জেরে নিজেকে প্রমাণ করেছেন তিনি। অভিনয়ের দাপটে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ভক্তরা বারবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। তবে বিয়ের পর খানকিটা কাজ কমিয়ে দিয়েছেন কোয়েল। এখন বেশ বাছাই করে কাজ করতে পছন্দ করেন তিনি। বরাবরই ভীষণ কথা বলতে পছন্দ করেন কোয়েল। সেটের সকলকে নিয়ে হুল্লোরে মেতে থাকেন তিনি। সম্প্রতি এক টক শোয়ে এসেছিলেন বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে। পর্দা ফাঁস করলো রঞ্জিত মল্লিক তিনি জানান কোয়েল মুডি মানুষ আর এই স্বভাব পেয়েছে তাঁর মায়ের থেকে। কোয়েল শুনে মিষ্টি রাগ করলেন। বাবা রঞ্জিত মল্লিক বলেন এমন স্বভাব নাকি মায়ের থেকেই পেয়েছেন কোয়েল। এ কথা শুনে ওই শোয়ের সঞ্চালক হেসে লুটোপুটি, কোয়েলকেও ও বেশ খুশি দেখছিলো সেদিন।নিজের বৈবাহিক জীবন বেশ ভালই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। একাধিক ছবিতে দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলে নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে কোয়েলের মন কেড়েছিলেন প্রযোজক রানে । একে অন্যের প্রতি ভাল লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাঁদের গল্প। একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাঁদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা। তারপর থেকেই শুরু পথচলা। এখন এক সন্তান, রানে ও পরিবার নিয়ে বেশ ভালো আছেন কোয়েল। মুডি কোয়েল কে নিয়ে বেশ গুছিয়েই সংসার করছেন রানে।
+ There are no comments
Add yours