ভিকি স্ত্রীকে উপহার দেওয়ার ক্ষেত্রে একেবারেই অনভিজ্ঞ।ভিকি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান…তিনি বুঝে উঠতেই পারেন না যে কি উপহার দিলে স্ত্রীকে খুশি করা যায়. সম্প্রতি ক্যাটরিনা কাইফের জন্মদিন গেলো।অভিনেতা ভিকি কৌশল স্ত্রীর জন্মদিন কে স্পেশাল করতে সমাজমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন।
তুই কি অনেক কষ্ট করে বুঝে উঠতে পেরেছেন তার স্ত্রী ক্যাটরিনা কোন উপহার পছন্দ করেন।ক্যাটরিনার শিল্প সামগ্রী খুব পছন্দের।এরপরেই অভিনেতা ভিকি জানান, ক্যাটরিনাকে তাঁর দেওয়া সেরা উপহার হল এক শিল্পীর হাতে আঁকা ছবি। জীবনে প্রথম সেইবার হাতে আঁকা ছবি কিনেছিলাম। আসলে এ সব নিয়ে আমার কোনও প্রকার ধারণাই ছিলনা। কিন্তু এখন ভালো লাগে।