ক্যানিংয়ের লজে ৪৭ বছরের মহিলাকে ধর্ষণ করে খুন।
লজে নিয়ে গিয়ে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ক্যানিংয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় এলাকায় শোরগোল। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অধরা মূল অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা এক পরিচিত ও বিবাহিত মহিলার সঙ্গে ক্যানিংয়ের একটি লজে যান। সেখানেই কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। বিষয়টি লজের কর্মীদের জানান মহসিন। তাঁদের সাহায্যে ওই মহিলাকে টোটোয় তুলে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যাওয়া হয়। কিছুক্ষণ পরে ওই চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরেই ডাক্তারের চেম্বারে উপস্থিত অন্যান্য লজকর্মীজের নজর এড়িয়ে এলাকা ছাড়েন মহসিন। শুক্রবার রাতে মহিলার দাদা মহসিনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন ক্যানিং থানায়। জানা গিয়েছে, ওই মহিলা মহসিনের প্রতিবেশী। তিনি বিবাহিতও। মহসিনের সঙ্গে মহিলার বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল বলেও অভিযোগ স্থানীয়দের।
ধর্ষণ ও খুনের অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। খোঁজ চলছে মহসিন মোল্লার। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি এখনও অধরাই। আইসি ক্যানিং সৌগত ঘোষ ও এসডিপিও ক্যানিং রামকুমার মণ্ডল অভিযোগ পেয়ে ওই লজে যান। যে কামরায় মহসিন এবং ওই মহিলা ছিলেন তা সিল করা হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ ওই লজে দেহ ব্যবসা চলে। এই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। লজের রেজিস্ট্রার-সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হচ্ছে। কোনও অভিযোগের ভিত্তি পাওয়া গেলে পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।