উয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে পরাজয়ই পেপের কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল। দিনকয়েক আগেই প্রবীণতম খেলোয়াড় হিসাবে উয়েফা ইউরোর মূলপর্বে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন পেপে। তবে পর্তুগাল টুর্নামেন্ট জিততে পারেনি। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে হেরেই পর্তুগিজদের সফর শেষ হয়। সেই ম্যাচই পেপের (Pepe) কেরিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়াল। খেলোয়াড় হিসাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন পেপে। পর্তুগিজ কিংবদন্তির অবসরে তাঁকে আবেগঘন বিদায়ীবার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.