গঙ্গাসাগর মেলা: এবার আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত যাতায়াত ও নিরাপত্তা ব্যবস্থা
নতুন বছরের জানুয়ারিতে শুরু হতে চলা গঙ্গাসাগর মেলাকে ঘিরে রাজ্য প্রশাসন এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সাগরমেলার জন্য যাতায়াত ব্যবস্থা আরও উন্নত করা হচ্ছে, এবং এবার সমস্ত পরিবহণ মাধ্যম জিপিএস প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। এই উদ্যোগে সাগরমেলার পুণ্যার্থীরা আরও সুরক্ষিত ও সহজে যাতায়াত করতে পারবেন।এবারের মেলায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী নিয়ে সমস্যা দূর করতে নদীতে নিয়মিত পলি কাটার কাজ চলছে। গত বছর ভাটার সময়ে নদীতে পলি জমে যাওয়ার কারণে ভেসেল পরিষেবা ৫-৬ ঘণ্টা বন্ধ রাখতে হতো, যার ফলে পুণ্যার্থীরা আটকে পড়তেন। তবে এবার ৮টি বড় বার্জ চালানো হবে, যা প্রতি বার্জে আড়াই হাজার যাত্রী বহন করতে পারবে।এছাড়া, কুয়াশার সময় ভেসেলগুলির পথ হারানোর সম্ভাবনা এড়াতে জিপিএস ট্র্যাকিং সিস্টেম বসানো হচ্ছে। এই সিস্টেম সরাসরি মেলার মেগা কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়। কুয়াশায় দিক নির্দেশনা দিতে বিমানবন্দর ব্যবহৃত আধুনিক সিগনাল লাইট বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, গঙ্গাসাগর মেলায় পরিবহণ ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে ইসরোর প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। স্যাটেলাইট ট্র্যাকিং ও জিপিএস ব্যবস্থার মাধ্যমে যাত্রী পরিবহণের খুঁটিনাটি পরিচালিত হবে, যাতে ইন্টারনেট বা জিপিএস প্রযুক্তি ব্যবস্থার সমস্যা হলেও কোনও অসুবিধা না হয়। মুখ্যমন্ত্রী আরও বলেন, “নৌবাহিনীকে ড্রোন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের মেগা কন্ট্রোল রুমে সবকিছু মনিটর করা হবে।” নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই ব্যবস্থা গৃহীত হয়েছে, যাতে মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এভাবে, রাজ্য সরকারের এই উদ্যোগ গঙ্গাসাগর মেলাকে আরও নিরাপদ এবং সুষ্ঠু করে তুলবে, যাতে লাখ লাখ পুণ্যার্থী নির্বিঘ্নে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন