গঙ্গা নদীর জল বাড়ায় বিপদসীমার মধ্যে সামশেরগঞ্জ।

দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গে ও লাগাতার বৃষ্টির জন্য গঙ্গা নদীর জলস্তর ক্রমশ বেড়ে চলেছে। এবং এই জল ক্রমশ বাড়তে থাকায় চিন্তিত গঙ্গার নিকটবর্তী জায়গায় বসবাসকারী মানুষেরা । গঙ্গার জল ক্রমশ বাড়ছে তাই এবার জল ছাড়ার সিদ্ধান্ত ফারাক্কা ব্যারেজ এর। একে গঙ্গার জল বাড়ছে এরপর ব্যারেজ খুললে জলের স্তর আরো অনেকটাই বাড়বে। এর ফলে গঙ্গার নিকটবর্তী জায়গায় যে সমস্ত মানুষরা বসবাস করছে তাদের জন্য অনেকটাই বিপদ ঘনিয়ে আসবে। প্লাবিত হওয়ার আশঙ্কা। বন্যা পরিস্থিতিও দেখা দিতে পারে। তাই সামসেরগঞ্জে মানুষকে সচেতন করতে পুলিশ মাইকিং করে তাদেরকে সতর্ক করছেন।

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author