গভীর নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কবে কমবে বৃষ্টি? দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস
#DeepDepressionWeather
#HeavyRainWestBengal
#GangesBasinWeather
#MonsoonAlertWestBengal
#WeatherUpdateIndia
#RainyWeekendForecast
#CycloneWatch
#BengalStormUpdate
#WestBengalWeather
#FloodWarningWB#asianews
সপ্তাহান্তেও আকাশের মুখ ভার। রবিবাসরীয় সকাল বৃষ্টিতে ভেজা। গভীর নিম্নচাপ এখনও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। খুব ধীরে এগোচ্ছে ঝাড়খণ্ড অভিমুখে। নিম্নচাপের কারণেই বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।রবিবারও মেঘলা আকাশ ; বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলাতে।উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি।উপকূল ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো বাতাস। দমকা ঝোড়ো বাতাসে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।কলকাতায় মূলত মেঘলা আকাশ। কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে হালকা বাতাস বইতে পারে। বেলার দিকে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।রবিবাসরীয় সৈকত সমুদ্র দিঘায় সকাল থেকেই ঝড় হাওয়া সঙ্গে ঝিরঝির বৃষ্টি কখনও ভারি বৃষ্টি। উত্তাল রয়েছে সমুদ্র। প্রশাসন নজরদারির রেখেছেন যাতে করে পর্যটক সমুদ্রে না নামে।গার্ডওয়ালে মনোরম দৃশ্য উপভোগ করছেন পর্যটক। সব মিলিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, এগরা রামনগর বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
+ There are no comments
Add yours