মৃত ওই ছাত্রীর নাম নাম নেহা পাল বয়স 17 বছর। বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জ এর আদিত্যপুর গ্রামে। সে চন্দননগর স্কুলে পড়তো। পরিবার পক্ষ থেকে জানিয়েছে.. বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে তাকে আজকে স্কুলে যেতে বারণ করেছিল। শুধুমাত্র এই কারণে সে দরজা লাগিয়ে দেয়। এরপরে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এর পরে পরিবারের লোকজন কৃষ্ণগঞ্জের গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে । তবে সামান্য কারণে সে এরকম কিছু করে ফেলবে তা পরিবারের কেউই বুঝতে পারেনি।
Asia News
https://asianewslive.in
Asia News is a digital news platform that brings Asia to the global online audience.