গাভাসকরকে পুরস্কার মঞ্চে ডাকা হয়নি, ক্ষোভ উগড়ে দিলেন ভারতীয় কিংবদন্তি
বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ ম্যাচের হাড্ডাহাড্ডি টক্করের শেষে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল। সিডনিতে রবিবারের টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া এক দশক পরে ট্রফি ছিনিয়ে নিলেও, পুরস্কার বিতরণ মঞ্চে ভারতের কিংবদন্তি সুনীল গাভাসকরের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্টেডিয়ামে উপস্থিত থাকলেও, গাভাসকরের নামকে এই সিরিজের সঙ্গে সরাসরি যুক্ত করা সত্ত্বেও, তাঁকে পুরস্কার দেওয়ার মঞ্চে ডাকা হয়নি। বরং, পুরস্কার তুলে দেওয়া হয় অ্যালান বর্ডারের হাতে, যিনি মঞ্চে উপস্থিত ছিলেন।এ নিয়ে চরম হতাশা ব্যক্ত করেছেন গাভাসকর। পুরস্কার বিতরণের পর তিনি বলেন, “ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকতে পারলে অবশ্যই খুশি হতাম। ফলাফল যাই হোক, এটি বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত ও অস্ট্রেলিয়া দু’টি দেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ট্রফি। আমি মাঠে রয়েছি, অস্ট্রেলিয়া ভালো খেলেছে এবং তারা জিতেছে, তবে ভারতীয় হিসেবে ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না।”গাভাসকর আরও বলেন, প্রিয় বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে মিলিত হয়ে ট্রফি প্রদান করতে পারলে তিনি অনেক বেশি খুশি হতেন। তবে আয়োজকদের তরফে গাভাসকরকে জানানো হয়েছিল, অজিরা সিরিজ জিতলে তাঁকে পুরস্কার মঞ্চে ডাকা হবে না। সিডনি টেস্টের শুরুতেই তাঁকে জানানো হয়, ভারত যদি এই টেস্ট হারে বা ড্র করে তবে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া এবং তাদের হাতে ট্রফি তুলে দেবেন বর্ডার। গাভাসকরের মতে, যেহেতু এই ট্রফি দুজনের নামাঙ্কিত, তাই দুজনকেই মঞ্চে ডাকা উচিত ছিল।