গোলাপি সমুদ্রতট
পৃথিবীর অনেক আশ্চর্য জিনিস সের মধ্যে বাহামা দ্বীপরাষ্ট্রের চোখ জুড়িয়ে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য ভোলার নয়, পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে তাদের এই গোলাপি রঙ সমুদ্রতট এর এরকমই রঙ মুগ্ধ করেছে দর্শক দের ।
নীল জলের গায়ে গোলাপি বালির সমুদ্রতট। দেখে মনে হবে যেন এ বাস্তব নয় কোনও রূপকথার গল্প। কিন্তু এমনই গোলাপি সমুদ্রতট রয়েছে এই পৃথিবীর বুকে।
কিন্তু সমুদ্রতট তো হলদে বালির হয়, এখানে বালি গোলাপি কেন?
এই স্বর্গীয় বালুকাবেলা তৈরির পিছনে রয়েছে আণুবীক্ষণিক জীব ফোরামিনিফেরা। যাদের শরীর লালচে গোলাপি খোলসে মোড়া থাকে। বাহামার গোলাপি সমুদ্রতটে বালিতে মিশে থাকে এই ফোরামিনিফেরা।
সঙ্গে মিশে থাকে ক্যালসিয়াম কার্বোনেট ও প্রবাল। সবে মিলে এখানে বালির রংকে হলুদ নয় গোলাপি করে রেখেছে। যা দেখার জন্য বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমান এখানে। বাহামা থেকে মায়ামি খুব দূরে নয়। পৃথিবীর আর এক বিখ্যাত সমুদ্রতট। কিন্তু বাহামার এই গোলাপি সমুদ্রতটের টানই আলাদা।পর্যটক দের আকর্ষণীয় জায়গা এটি।
+ There are no comments
Add yours