ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাব, কলকাতা বিমানবন্দরে সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত
ঘূর্ণিঝড় ডানার (Cyclone Dana) প্রভাবে ইতিমধ্যেই লোকাল ট্রেন সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এবার ডানার প্রভাব পড়তে চলেছে বিমান পরিষেবাতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই এবার সাময়িকভাবে উড়ান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ওডিশার ভিতরকণিকা এবং পার্ক এবং ধামরা বন্দরের মধ্যে স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তাই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।