ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলা থেকে ৫২০ কিমি দূরে
আরও কাছাকাছি ঘূর্ণিঝড় ‘দানা’, বাংলা থেকে এখন কত দূরে? ওড়িশার পাড়ার দিক থেকে ৪৯০ কিলোমিটার দূরে আছে সাইক্লোন। অপরদিকে ধমরা থেকে ৫২০ কিমি দূরে অবস্থান করছে সেটি।
আর সাগরদ্বীপ থেকে ৫৭০ কিলোমিটার দূরে অবস্থান সাইক্লোন। তবে আমফানের থেকে দুর্বল এই ঘূর্ণিঝড়। আমফানের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০ কিলোমিটার।
ফলে আমফানের সময় যে ভয়াবহতা দেখেছিল বাংলা, তার থেকে খানিকটা স্বস্তি।
কলকাতায় জারি কমলা সতর্কতা
সাগরে জন্মানোর পর শক্তি বাড়িয়ে যেন ছুটছে দানা
কলকাতায় ইতিমধ্যেই জারি কমলা সতর্কতা
কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গাবঙ্গে শুরু রিভার ট্রাফিক পুলিশের মাইকিং।
বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সাইক্লোনের নাম ‘দানা’। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ অক্টোবর রাত এবং ২৫ অক্টোবর ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে অতিক্রম করতে পারে সাইক্লোন। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।