ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক প্রশাসন, নবান্ন থেকেই নজরদারি মুখ্যমন্ত্রীর। নবান্নে চালু ২৪ ঘন্টার হেল্পলাইন নাম্বার
সাইক্লোন ‘দানা’-র মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। জেলায় জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। একইসঙ্গে নবান্নেও ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নবান্নে থেকেই রাজ্যের সার্বিক পরিস্থিতির উপর নজর রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের হেল্প লাইন নম্বরটি হল ০৩৩-২২১৪৩৫২৬। ‘দানা’-র প্রভাবে কোনও সমস্যা হলে এই নম্বরটিতে ফোন করে সাহায্য চাইতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি তিনি সতর্ক করেছেন, কোনও গুজবে কান দেবেন না।