ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে বদলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, ৩০ নভেম্বর, বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় *ফেনজল* তামিলনাড়ুর করাইকাল ও মহাবালিপুরমের মধ্যে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপর দিয়ে এগোতে থাকা এই ঘূর্ণিঝড় ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইয়ে আনবে, ল্যান্ডফলের সময় গতি বেড়ে ৯০ কিমি পর্যন্ত হতে পারে।
*দক্ষিণবঙ্গে পরোক্ষ প্রভাব*
ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও, দক্ষিণবঙ্গে তার পরোক্ষ প্রভাব পড়েছে। কলকাতা-সহ উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শুক্রবার থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত।
হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। দক্ষিণবঙ্গে নভেম্বরের মাঝামাঝি থেকে যে শীতের আমেজ ছিল, তা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুটা ব্যাঘাত ঘটেছে।
*উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা*
দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে।
*তামিলনাড়ুতে ল্যান্ডফল*
ফেনজল আজ বিকেলের মধ