চকোলেটের লোভ দেখিয়ে ডেকে এনে পাঁচ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ বাগডোগরায় শোরগল
৫ বছরের এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে ডেকে এনে যৌন নির্যাতনের অভিযোগ উঠল ৬৩ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। বুধবার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বাগডোগরা গোঁসাইপুর সংলগ্ন এলাকায়। ক্ষিপ্ত জনতা অভিযুক্তের বাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে জনতা। আহত হয়েছেন বাগডোগরা থানার একজন এএসআই।
অভিযোগ, দুদিন আগে ওই এলাকার ৫ বছরের একটি শিশু বাড়ির পাশে মাঠে খেলছিল। সেই সময় তাকে চকোলেটের লোভ দেকিয়ে ঘরে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন চালায় অপূর্ব দেবনাথ নামের অভিযুক্ত। ঘটনার পর দুদিন পেরিয়ে গেলে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিষয়টি পরিবারের নজরে এলে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করে। তখন সমস্ত ঘটনা খুলে বলে সে। এরপরই এলাকাবাসী চড়াও হয় ওই ব্যক্তির বাড়িতে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশকে। ঘটনায় বাগডোগরা থানার এক এএসআই আহত হন। মাথায় আঘাত লাগে তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসে বাগডোগরা থানায়। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।