চারজায়গায় উপনির্বাচন
লোকসভা ভটের পর ৪ বিধানসভার ভোটের ঘষণা করে নির্বাচন কমিশন। উপনির্বাচনে মানিকতলার প্রার্থী হিসাবে আগেই প্রয়াত সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডের নাম জানা গিয়েছিল তৃণমূল সূত্রে।শুক্রবার রাজ্যের শাসক দল ৪ কেন্দ্রের প্রার্থীর নাম আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম প্রকাশ করল। ছবিতে প্রার্থী পরিচয় বাদিক থেকে প্রথমে মুকুটমণি অধিকারী,কৃষ্ণ কল্যাণী,মধুপর্ণা ঠাকুর,সুপ্তি পান্ডে।মানিকতলা কেন্দ্রে প্রার্থী সুপ্তি পান্ডে, রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী। আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর।