চা বাগানে বনদপ্তর এর পাতা ফাঁদে জোড়া চিতাবাঘ
চা বাগানের শ্রমিক দের অভিযোগের পর বনদপ্তর চা বাগানে ফাঁদ পাতে আর সেই ফাঁদে পা দিয়ে খাঁচা বন্দি হল জোড়া চিতাবাঘ।
বেশ কয়েকদিন ধরে চা বাগানে শ্রমিকরা ভয়ে কাজে যেতে চাইছিল না । তারা দাবি করেন বিভিন্ন সময়ে চা বাগানের মধ্যে চিতা বাঘ দেখতে পেয়েছিল, তার জন্য তাদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে।
চা বাগানে শ্রমিকদের কাছে অভিযোগ পাওয়ার পরে বনদপ্তর থেকে দুদিন আগেই মোহরগাঁও গুল্মার চা বাগানে ফাঁদ পাতা হয়, আর সেই পাতা ফাঁদে খাঁচা বন্দি হয় একটি চিতা বাঘ, পরের শ্রমিকরা জানায় একটি চিতা বাঘ নয় ওই চা বাগানে আরো একটা চিতা বাঘ রয়েছে। সেই মতো তারপরে একটি খাঁচা পাতা হয় , খাঁচার ভিতর রাখা হয় ছাগল, আর তাতেই ধরা পড়ে দ্বিতীয় চিতা বাঘটি। বনদপ্তরের মহানন্দা বন্যপ্রাণ বিভাগ জানিয়েছে, ওই চা শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে আমরা বর্তমানে দুটো চিতা বাঘকে খাঁচা বন্দী করেছি।চিতাবাঘটির স্বাস্থ্য পরিক্ষার পর মহানন্দা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে।