চিকিৎসক দের হুঁশিয়ারি কল্যাণের
#KalyanBanerjee
#DoctorsStrike
#HealthcareCrisis
#MedicalEthics
#LegalOpinions
#KolkataPolitics
#DoctorProtests
#PatientCare
#MedicalProfessionalism
#StrikeImpact
#SupremeCourt
#MedicalRegulations
#ConstitutionalRights
#HealthCareDebate
#PoliticalStatements
#asianews
লোকসভার সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের ডাক্তারি পরীক্ষাতেই বসতে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করলেন তিনি। কোন্নগরে যে চিকিৎসকদের জন্য রোগীর মৃত্যু হয়েছে তাঁদের হেফাজতে নিয়ে জেরা করারও দাবি করেন শ্রীরামপুরের সাংসদ। বৃহস্পতিবার এপ্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ যে ডাক্তাররা সুপ্রিম কোর্টে বলার পরেও কাজে যোগ করল না তাঁদের মানসিকতা খুব পরিষ্কার। তাঁরা তাঁদের ইগো, তাঁদের গোঁ নিয়ে চলছেন। তাঁরা বাংলার মানুষের সেবা করতে আসেননি। পরিষেবা দিতে আসেননি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যাঁরা একমাসের বেশি সময় ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেননি। তাঁদের ডাক্তার করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব যে এদের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয়। এই স্ট্রাইক অবৈধ। যে দুর্নীতি ধরা পড়েছে তার বিচার হবে। যেখানে যে দুর্নীতি করছে তার বিচার হবে। কিন্তু, তা বলে এই নয় ডাক্তাররা যে অমানবিক কাজ করেছে, ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক। মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানে ২১ ধারাকে লঙ্ঘিত করছে
+ There are no comments
Add yours