চুরি যাওয়া ২৯ টি বাইক উদ্ধার করে ধুপগুড়ি থানার পুলিশ বড় সাফল্য পেল।
ক্রমাগত বাইক চুরির ঘটনায় বাইক রাখতেই রীতিমত ভয় পাচ্ছিলেন এলাকার সাধারন মানুষ। থানায় একটার পর একটা বাইক চুরির অভিযোগ আসতেই থাকছিল । শেষে ধূপগুড়ি থানার পুলিশের অভিযানে বাইক চুরির মুল চক্রের ৭ জনকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ। এর পাশাপাশি উদ্ধার হয় চুরি যাওয়া ২৯ টি বাইক।ধূপগুড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা প্রত্যেকেই কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা। ধৃতরা হলেন, সোনাই সরকার, রাজু সরকার, চন্দন বর্মন , অজয় বর্মন, কানাই অধিকারী, বলাই অধিকারী এবং শুভাসিশ দাস।
বৃহস্পতিবার উদ্ধার হওয়া বাইকগুলি এবং ধৃত ৭ জনকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার খান্ডবাহালে, উমেশ গণপত, ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গেলসন লেপচা।আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই বাইক মালিকদের চিহ্নিত করে বাইক গুলি তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
ChatGPT said:
ChatGPT
ধূপগুড়ি এলাকার বাইক চুরির ঘটনা খুবই উদ্বেগজনক ছিল। থানায় একের পর এক বাইক চুরির অভিযোগ জমা পড়ার পর, ধূপগুড়ি থানার পুলিশ সফল অভিযান চালিয়ে বাইক চুরির মূল চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে এবং ২৯টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছে। ধৃতদের মধ্যে সোনাই সরকার, রাজু সরকার, চন্দন বর্মন, অজয় বর্মন, কানাই অধিকারী, বলাই অধিকারী এবং শুভাসিশ দাস রয়েছেন, যারা কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠকে বাইকগুলি এবং ধৃতদের তুলে ধরা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাইক মালিকদের চিহ্নিত করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।