ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪ মাওবাদী নিহত, এক পুলিশকর্মী নিহত

শনিবার বিকালে ছত্তিশগড়ের দন্তেওয়াড়া এবং নায়ারণপুর জেলার সীমানায় অবুঝমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হয়। অভিযানে চার মাওবাদী নিহত হয়েছে এবং একটি পুলিশ কর্মীও নিহত হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অবুঝমাড়ের জঙ্গলে মাওবাদীদের উপস্থিতি শনাক্ত করে। এ সময় মাওবাদীরা পাল্টা গুলি চালালে গুলিবর্ষণ শুরু হয়, এবং সংঘর্ষে ৪ জন মাওবাদী নিহত হয়। এই সংঘর্ষে পুলিশ বাহিনীর ডিসট্রিক্ট রিসার্ভ গার্ডের হেড কনস্টেবল সান্নু করম নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে AK-47 রাইফেল এবং সেলফ লোডিং রাইফেল (SLR)-সহ বেশ কিছু স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড়ের মাওবাদী আন্দোলন দমন করতে পুলিশ ও সিআরপিএফ গত কয়েক দিন ধরে অভিযানে নেমেছে, বিশেষত গত ডিসেম্বর মাসে পুলিশের ‘চর’ সন্দেহে একটি বিজেপি নেতাকে খুন করার পর। মাওবাদীরা হত্যাকাণ্ডের পর কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উদ্দেশ্যে হুঁশিয়ারি লিফলেট ছড়িয়ে দেয়, যা পরে পুলিশের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করার প্ররোচনা দেয়। এদিকে, কেন্দ্রীয় সরকার মাওবাদীদের বিরুদ্ধে শীর্ষ পর্যায়ে লড়াই চালাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ নির্মূলের কথা বলেছেন। গত বছরই নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার পর, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ২৬৪ জন মাওবাদী নিহত এবং ৮৬১ জন গ্রেপ্তার হয়েছেন

Asia News https://asianewslive.in

Asia News is a digital news platform that brings Asia to the global online audience.

You May Also Like

More From Author