ছাত্র সমাবেশের মঞ্চ থেকে সাংগঠনিক বার্তা দিতে পারেন মমতা-অভিষেক
আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে একাধিক ছাত্র সংগঠন। শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যাচ্ছে একাংশকে। এই অবস্থায় আজ, বুধবার ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ (টি এম সি পি ফাউন্ডেশান ডে)।ছাত্র সংগঠনের উদ্দেশ্যে এই সময়ে দাঁড়িয়ে মমতা-অভিষেক কী বার্তা দেন সেদিকে নজর সকলের। দীর্ঘদিন ধরে আটকে থাকা ছাত্র সংসদের নির্বাচন নিয়েও কী বার্তা দেন তাঁরা, সেদিকেও নজর থাকবে সকলের।আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের তরফে উপস্থিতি প্রতিদিন রাস্তায়। শাসক দলের বিরোধিতা করে প্রতিদিন রাস্তায় নামছে বাম-বিজেপি ছাত্র সংগঠন। এরই মধ্যে গতকাল, মঙ্গলবার ২৭ তারিখ রাস্তায় নামার ডাক দিয়েছিল ‘ছাত্র সমাজ’। এই অবস্থায় আজ, বুধবার ২৮ তারিখ সমাবেশে ছাত্র সমাজকে উদ্দেশ্য করে মমতা-অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা রাখেন, সেটাই নজরে সকলের।
ইতিমধ্যেই এই ছাত্র সমাবেশ উপলক্ষ্যে আলাদা গান প্রকাশ করেছে তৃণমূল। সেখানে মমতা-অভিষেকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির বহুল ব্যবহার হয়েছে। এ ছাড়া একটা বই প্রকাশ হচ্ছে। সেখানে তৃণমূলের ছাত্র নেতাদের লেখা প্রকাশ হয়েছে। এবারের ছাত্র সমাবেশ উপলক্ষ্যে তৃণমূল একাধিক জেলায় প্রস্তুতি বৈঠক করেছে। তাদের দাবি, রেকর্ড জমায়েত হবে।
+ There are no comments
Add yours